বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:১১
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৮

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চারতলা বিশিষ্ট আধুনিক মসজিদ নির্মিত হবে

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): সরকারি অর্থায়নে ১১০ কোটি ৫৮ লাখ  টাকা ব্যয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চারতলা বিশিষ্ট একটি আধুনিক ‘মাজার মসজিদ’ নির্মিত হবে।
নতুন এই মসজিদটির নির্মাণ কাজ ২০২৫ সালে শেষ হবে এবং এতে প্রায় সাড়ে ৩ হাজার মুসল্লির ইবাদতের ব্যবস্থা থাকবে। 
আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
 ২ শতাধিক নারী মুসল্লি মসজিদের নিচতলায় নামাজ আদায় পারবেন বলে আইন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
আইন ও বিচার বিভাগ এবং গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এই মসজিদটিতে ১৫৮টি গাড়ির জন্য দুটি বেসমেন্ট পার্কিং সুবিধা এবং চালকদের জন্য চারটি ওয়েটিং রুম এবং মোট ৬টি স্টোর রুম থাকবে।