বাসস
  ১৯ জানুয়ারি ২০২৫, ২০:১১

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে আজ সকালে বিএনপি’র দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী’র কর্মসূচি শুরু হয়।

এরপর সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহিদ জিয়াউর রহমাানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা তাঁর (শহিদ জিয়া) স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, বহুদলীয় গণতন্ত্রের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে (১৯ জানুয়ারি) বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।

রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ সন্তানের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তাঁর ডাকনাম কমল।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী একদল সেনা সদস্যের হাতে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নির্মমভাবে সপরিবারে হত্যার শিকার হন। এরপর ঘটনাবহুল ৭ নভেম্বর সিপাহী-জনতার বিদ্রোহের মধ্য দিয়ে জিয়াউর রহমান চলে আসেন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।  ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি।

এদিকে, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দুপুর ২টায় রাজধানীর রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউটশন (আইইবি) মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও এ দিন বেলা ৩টায় কাকলাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে বিএনপি’র শরীক দলগুলোর উদ্যোগে পৃথক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়  ‘জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’।
 
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার বাণী দিয়েছেন।

বাণীতে তিনি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মুক্তিযুদ্ধকালীন জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর  শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।