বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৮

লিবিয়ায় ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বাংলাদেশ সরকার ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’ এবং বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পূর্ব লিবিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা হিসাবে ত্রাণ সামগ্রী পাঠানোর পদক্ষেপ নিয়েছে। বিশ্বের কাছে লিবিয়ার প্রেসিডেন্টের মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লিবিয়ার বন্যা কবলিত মানুষের জন্য ওষুধ ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বহনকারী একটি সি-১৩০ বিমান যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে রওনা হবে এবং লিবিয়ার স্থানীয় সরকার মন্ত্রী সেদেশের তোব্রুক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পাঠানো ওই ত্রাণ সামগ্রী গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ঝড় ও বন্যায় লিবিয়ায় ৫ সহ¯্রাধিক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং আরও হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ  কে আব্দুল মোমেন লিবিয়ার এই প্রাণঘাতি প্রাকৃতিক দুর্যোগে সেদেশের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।