শিরোনাম
গোরিস, আর্মেনিয়া, ২৬ সেপ্টেম্বর, ২০২৩(বাসস ডেস্ক) : নাগরনো-কারাবাখ থেকে হাজার হাজার লোক পালিয়েছে। এদিকে স্বঘোষিত প্রজাতন্ত্রের কর্মকর্তারা বলেছেন, একটি জ¦ালানি ডিপোতে বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে।
আর্মেনিয়া মঙ্গলবার বলেছে, রোববার প্রথম দল আর্মেনিয়ায় প্রবেশের পর থেকে ১৩ হাজারেরও বেশি শরণার্থী নাগরনো-কারাবাখ থেকে পালিয়েছে।
এরফলে সীমান্ত শহর গোরিসে প্রচন্ড চাপ তৈরি হয়েছে। কারণ অধিকাংশ শরণার্থী এ শহরেই অবস্থান করছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার আজারবাইজান নাগরনো-কারাবাখে সামরিক অভিযান শুরু করে। দাবি, জঙ্গিদের উৎখাত করতে এই সিদ্ধান্ত। একদিনের মধ্যে তারা এলাকার দখল নেয়। বিদ্রোহীরা এ সময়ে আত্মসমর্পণ করে।
আর্মনিয়ার সরকারি সূত্র বলেছে, আজারবাইজানের আক্রমণের ফলে দুইশজন নিহত হয়েছে। আহত হয়েছে চারশ’ জন। আজারবাইজান জানিয়েছেন, আহতদের আর্মেনিয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেয়া হবে না।
আর্মেনিয়া দাবি করেছে, আর্মেনিয়ার মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে জাতিসংঘের দলকে নাগরনো-কারাবাখে মোতায়েন করতে হবে।