নোবেল বিজয়ী মালালা মেয়েদের শিক্ষা সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে আসছেন

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৭:১১
মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস): নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই তার নিজ দেশ পাকিস্তানে আয়োজিত মেয়েদের শিক্ষা বিষয়ক একটি সম্মেলনে যোগ দেবেন।

ইসলামাবাদ থেকে এএফপি জানায়, একসময় স্কুল শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি উগ্রপন্থীদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন। ২০১২ সালে পাকিস্তানি তালেবান তার কার্য়ক্রমে ক্ষুব্ধ হয়ে তাকে গুলি করে। এর পরপরই তাকে চিকিৎসার জন্য দেশ থেকে সরিয়ে নেওয়া হয়। আহত হয়ে দেশ ছাড়ার পর মালালা ২০১৮ সালে একবার দেশে এসেছিলেন।

শুক্রবার এক্স-এ দেওয়া এক পোস্টে মালালা বলেন, ‘মুসলিম বিশ্ব থেকে আগত নেতাদের সঙ্গে মেয়েদের শিক্ষার ওপর গুরুত্বপূর্ণ একটি সম্মেলনে অংশগ্রহণ করতে পারব বলে আমি আনন্দিত।’

তিনি বলেন, ‘রোববার, আমি মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারের সুরক্ষার বিষয়ে এবং আফগান নারী ও মেয়েদের বিরুদ্ধে অপরাধের জন্য তালেবান নেতাদের কীভাবে জবাবদিহির আওতায় আনা যায় সে বিষয়ে কথা বলব।’

তার দাতব্য সংস্থা মালালা ফান্ডের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে তিনি সম্মেলনে সরাসরি উপস্থিত থাকবেন।

দুই দিনব্যাপী এই সম্মেলন শনিবার ও রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে মুসলিম সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
ফ্রিদা কাহলোর চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড মূল্যে, নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ
দেশ ছাড়লে ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন ভেনিজুয়েলার নোবেলজয়ী মাশাদো
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
১০