নোবেল বিজয়ী মালালা মেয়েদের শিক্ষা সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে আসছেন

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৭:১১
মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস): নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই তার নিজ দেশ পাকিস্তানে আয়োজিত মেয়েদের শিক্ষা বিষয়ক একটি সম্মেলনে যোগ দেবেন।

ইসলামাবাদ থেকে এএফপি জানায়, একসময় স্কুল শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি উগ্রপন্থীদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন। ২০১২ সালে পাকিস্তানি তালেবান তার কার্য়ক্রমে ক্ষুব্ধ হয়ে তাকে গুলি করে। এর পরপরই তাকে চিকিৎসার জন্য দেশ থেকে সরিয়ে নেওয়া হয়। আহত হয়ে দেশ ছাড়ার পর মালালা ২০১৮ সালে একবার দেশে এসেছিলেন।

শুক্রবার এক্স-এ দেওয়া এক পোস্টে মালালা বলেন, ‘মুসলিম বিশ্ব থেকে আগত নেতাদের সঙ্গে মেয়েদের শিক্ষার ওপর গুরুত্বপূর্ণ একটি সম্মেলনে অংশগ্রহণ করতে পারব বলে আমি আনন্দিত।’

তিনি বলেন, ‘রোববার, আমি মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারের সুরক্ষার বিষয়ে এবং আফগান নারী ও মেয়েদের বিরুদ্ধে অপরাধের জন্য তালেবান নেতাদের কীভাবে জবাবদিহির আওতায় আনা যায় সে বিষয়ে কথা বলব।’

তার দাতব্য সংস্থা মালালা ফান্ডের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে তিনি সম্মেলনে সরাসরি উপস্থিত থাকবেন।

দুই দিনব্যাপী এই সম্মেলন শনিবার ও রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে মুসলিম সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০