বাসস
  ০৯ অক্টোবর ২০২৩, ১২:৫১

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের শীর্ষ সিনেটর শুমারের সাক্ষাত

বেইজিং, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস ডেস্ক) : মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং তার প্রতিনিধি দল সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী  ওয়াং ইয়ের সাথে সাক্ষাত করেছেন। ‘এজেন্সি পুল’ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ওয়াং একটি বৈঠকে যাওয়ার আগে বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে শুমার এবং তার প্রতিনিধিদের অভ্যর্থনা জানান। সেখানে ‘আমাদের স্বাগত জানানোর জন্য’ ওয়াংকে ধন্যবাদ জানান শুমার।
ওয়াশিংটন বেইজিংয়ের সাথে উত্তেজনা কমাতে চাওয়ার প্রেক্ষাপটে শুমার হলেন চীন সফরে যাওয়া উচ্চ পর্যায়ের সর্বশেষ মার্কিন কর্মকর্তা।
এজেন্সি পুলের এক প্রতিবেদনে বলা হয়, শুমার শনিবার সাংহাইতে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির প্রধান কর্মকর্তা চেন জিনিংয়ের সাথে সাক্ষাত করেন। এ সময় চেন জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ‘আমাদের অর্থনীতিকে দ্বিগুন করতে চায় না।’
সাংহাইতে তিনি ফেন্টনাইল ড্রাগ আসক্ত সংকটে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার বিষয়টি উত্থাপন করেন।
তিনি জোর দিয়ে বলেন, ‘এটি সরকার নয়, এটি চীনা কোম্পানি।’
তিনি বলেন, ‘তারা ফেন্টানাইল সংকটে ইন্ধন জোগাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জনসাধারণকে মাদকাসক্ত করে তুলছে।’
ব্লুমবার্গ জানায়, তার প্রতিনিধি দল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করতে চাচ্ছে।