বাসস
  ১০ অক্টোবর ২০২৩, ১১:০৯

আগামী মাসে বাইডেনের সাথে সাক্ষাত মেক্সিকান প্রেসিডেন্টের

মেক্সিকো সিটি, ১০ অক্টোবর, ২০২৩ (বাসস ডেস্ক) : মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল ওব্রাডোর নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করবেন।
সোমবার মেক্সিকান প্রেসিডেন্ট এ কথা জানান।
উভয় প্রেসিডেন্ট অভিবাসন প্রত্যাশী এবং মাদকের প্রবাহ থামাতে একযোগে কাজ করে যাচ্ছেন।
আগামী ১১ থেকে ১৭ নভেম্বর সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক-ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) বৈঠক অনুষ্ঠত হবে। এ বৈঠকের ফাঁকে দু’নেতার সাক্ষাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ওব্রাডোর।
এদিকে সেপ্টেম্বরে মেক্সিকান নেতা পেরুর সাথে কূটনৈতিক টানাপোড়নের কারণে অ্যাপেক সম্মেলনে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছিলেন।
কিন্তু পরে লোপেজ তার সিদ্ধান্ত পরিবর্তন করে বলেছেন, তিনি মার্কিন সরকারের সাথে সুসম্পর্ক চান।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সিনিয়র নেতারা অনিয়মিত অভিবাসী ও অবৈধ মাদকের প্রবাহ রোধে প্রচেষ্টা দ্বিগুণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।