বাসস
  ০৯ নভেম্বর ২০২৩, ১৩:১২

যুক্তরাষ্ট্রের সাথে জলবায়ু নিয়ে আলোচনা ‘ফলপ্রসু’ হয়েছে : চীন

বেইজিং, ৯ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : চীন বৃহস্পতিবার বলেছে, ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের সাথে জলবায়ু নিয়ে আলোচনা ‘ফলপ্রসু’ হয়েছে। দুবাইতে কপ২৮ শীর্ষ সম্মেলনের আগে বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী এ দুই দেশের মধ্যে বৈঠকের পর বেইজিংয়ের পক্ষ থেকে একথা বলা হলো। খবর এএফপি’র।
বেইজিংয়ের বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি এবং চীনের জলবায়ু বিষয়ক দূত জি জেনহুয়ার মধ্যে আলোচনা বুধবার ‘সফলভাবে শেষ’ হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, এ বৈঠকে দুই পক্ষ ‘বিস্তৃত পরিসরে আন্তরিকভাবে তাদের মতামত বিনিময় করেন এবং তারা জলবায়ু পরিবর্তনে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বিভিন্ন কর্মপ্রক্রিয়া উন্নয়নে ইতিবাচক ফলাফল অর্জন করেছেন।’
মন্ত্রণালয় আরো জানায়, বেইজিং এবং ওয়াশিংটন ‘কপ২৮ সম্মেলনের সাফল্যের জন্য যৌথভাবে চাপ দিতে সম্মত হয়েছে।’
কপ-২৮ শীর্ষ সম্মেলনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এ মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে একত্রিত হবেন। এ সম্মেলনের লক্ষ্য হচ্ছে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার জন্য ঐকমত্য গড়ে তোলা।
বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইডের সর্বোচ্চ নির্গমন এবং ২০৬০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।