বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৪২

নারী অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট, ২৮ ডিসেম্বর, ২০২৩ (বাসস): পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নারীদের অধিকার সুনিশ্চিত করতে একান্তভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট মহানগরীতে এহিয়া ওয়াকফের হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী নারীদের স্বার্থে সকল নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বলেন, নারীরা সফল হলেই দেশ এগিয়ে যাবে।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার সভাপতিত্বে ও জেলার সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।
এতে আরো বক্তব্য রাখেন পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা, ক্ষুদ্র-মাঝারী নারী উদ্যোক্তা বিষয়ক পরামর্শক মমতাজ ফারুকী চৌধুরী, সমাজকর্মী ডাঃ নাজরা চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় সিলেটের সকল প্রান্তিক নারী উদ্যোক্তা ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী দিনব্যাপী সিলেট সদর উপজেলার মোগলগাঁও, কান্দিগাঁও ও জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যেয়ে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিলো বলে বিগত ১৫ বছর দেশের বৈপ্লবিক উন্নয়নের ফলে সর্বত্র চেহারা বদলে গেছে, গ্রামগুলো এখন শহরে পরিনত হয়েছে, সরকারের নানা উদ্যোগের ফলে ৪৬ শতাংশ নারী এখন বিভিন্ন কর্মে সম্পৃক্ত রয়েছেন। দেশের অব্যাহত শান্তি, উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে তিনি জনগণের প্রতি আহবান জানান।
সন্ধ্যায় মন্ত্রী সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁও খেলারমাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।