আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা : গ্রেফতার আরিফ-আব্বাস কারাগারে

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২১:১২ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১০

ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫ (বাসস): রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার আরিফ আল খবির ও মো. আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফৌজদারি কার্যবিধির  ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে এ দিন তাদের ঢাকার  আদালতে হাজির করা হয়। এরপর মতিঝিল থানার উপপরিদর্শক কাজী আরমান হোসেন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নাঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাতে হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সকালে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পার্শস্থ  এনসিটিবি ভবনের স্টুডেন্টস ফর সভারেন্টি এর ব্যানারে সামনে অবস্থান নেয়। আনুমানিক ১২০ থেকে ১৫০ জন মানুষ  নিয়ে এনসিটিবি ভবনের সামনে হাজির হয় এবং তাদের বিক্ষোভ সভা শেষ করে সেখানেই  অবস্থান করে। অপর দিক দৈনিক বাংলা মোড় থেকে দুপুর প্রায় ১ টার সময় আদিবাসী ছাত্র-জনতা আনুমানিক ১৩০ থেকে ১৬০ মানুষ নিয়ে  এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হতে থাকে। স্টুডেন্টস ফর সভারেন্টির কিছু উশৃঙ্খল ব্যক্তি অতর্কিতভাবে ত্রাস সৃষ্টি করে হাতে থাকা জাতীয় পতাকা সম্বলিত স্টাম্প দ্বারা আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে আদিবাসী ছাত্র-জনতার ৮ থেকে ৯ জন আহত হয়। এ ঘটনায় আহত হয়ে ৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০