আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা : গ্রেফতার আরিফ-আব্বাস কারাগারে

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২১:১২ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১০

ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫ (বাসস): রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার আরিফ আল খবির ও মো. আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফৌজদারি কার্যবিধির  ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে এ দিন তাদের ঢাকার  আদালতে হাজির করা হয়। এরপর মতিঝিল থানার উপপরিদর্শক কাজী আরমান হোসেন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নাঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাতে হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সকালে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পার্শস্থ  এনসিটিবি ভবনের স্টুডেন্টস ফর সভারেন্টি এর ব্যানারে সামনে অবস্থান নেয়। আনুমানিক ১২০ থেকে ১৫০ জন মানুষ  নিয়ে এনসিটিবি ভবনের সামনে হাজির হয় এবং তাদের বিক্ষোভ সভা শেষ করে সেখানেই  অবস্থান করে। অপর দিক দৈনিক বাংলা মোড় থেকে দুপুর প্রায় ১ টার সময় আদিবাসী ছাত্র-জনতা আনুমানিক ১৩০ থেকে ১৬০ মানুষ নিয়ে  এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হতে থাকে। স্টুডেন্টস ফর সভারেন্টির কিছু উশৃঙ্খল ব্যক্তি অতর্কিতভাবে ত্রাস সৃষ্টি করে হাতে থাকা জাতীয় পতাকা সম্বলিত স্টাম্প দ্বারা আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে আদিবাসী ছাত্র-জনতার ৮ থেকে ৯ জন আহত হয়। এ ঘটনায় আহত হয়ে ৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
১০