আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা : গ্রেফতার আরিফ-আব্বাস কারাগারে

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২১:১২ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১০

ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫ (বাসস): রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার আরিফ আল খবির ও মো. আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফৌজদারি কার্যবিধির  ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে এ দিন তাদের ঢাকার  আদালতে হাজির করা হয়। এরপর মতিঝিল থানার উপপরিদর্শক কাজী আরমান হোসেন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নাঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাতে হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সকালে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পার্শস্থ  এনসিটিবি ভবনের স্টুডেন্টস ফর সভারেন্টি এর ব্যানারে সামনে অবস্থান নেয়। আনুমানিক ১২০ থেকে ১৫০ জন মানুষ  নিয়ে এনসিটিবি ভবনের সামনে হাজির হয় এবং তাদের বিক্ষোভ সভা শেষ করে সেখানেই  অবস্থান করে। অপর দিক দৈনিক বাংলা মোড় থেকে দুপুর প্রায় ১ টার সময় আদিবাসী ছাত্র-জনতা আনুমানিক ১৩০ থেকে ১৬০ মানুষ নিয়ে  এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হতে থাকে। স্টুডেন্টস ফর সভারেন্টির কিছু উশৃঙ্খল ব্যক্তি অতর্কিতভাবে ত্রাস সৃষ্টি করে হাতে থাকা জাতীয় পতাকা সম্বলিত স্টাম্প দ্বারা আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে আদিবাসী ছাত্র-জনতার ৮ থেকে ৯ জন আহত হয়। এ ঘটনায় আহত হয়ে ৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তাপদাহ জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য হুমকি-পরিবেশ উপদেষ্টা
ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল
দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক এনবিআর সদস্য মতিউর কারাগারে
রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি
পূর্ব তিমুরে এমপিদের গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
বাটলারের রেকর্ড ভাঙ্গলেন আরব আমিরাতের ওয়াসিম
‘এআই’ হচ্ছে রাজনৈতিক দলের নেতা
সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে কাল মুখোমুখি পাকিস্তান-আরব আমিরাত
১০