শিরোনাম
নাটোর, ৬ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলার বড়াইগ্রামে আজ দুইটি ট্রাকের সংঘর্ষে চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। ভোরে উপজেলার আহম্মেদপুর কারবালা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চালক ঝিনাইদহের শৈলকুপার উপজেলার বারইপাড়া গ্রামের মৃত এলাহী বখশের ছেলে শাহিনুর রহমান (২৮) ও চালকের সহকারী একই উপজেলার অচিন্তপুর গ্রামের জসীম উদ্দিন (২৬)।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এএনএম মাসুদ জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে কারবালা এলাকায় রাজশাহী থেকে ঝিনাইদহগামী বালু বোঝাই ধীরগতির একটি ট্রাককে (কুষ্টিয়া ট ১১-১৫৭৪) একই দিক থেকে আসা দ্রুতগতির অপর ট্রাকটি (ঝিনাইদহ ট ১১-১৪৮১) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার ও ট্রাক দুটি জব্দ করে। এ ঘটনায় সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়েছে।