শিরোনাম
টুঙ্গিপাড়া, ৭ জানুয়ারী, ২০২৪ (বাসস) : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেছেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের মাঝে অনেক উৎসাহ দেখা গেছে। তবে শহর থেকে গ্রামে ভোটারদের উপস্থিতি বেশি ছিল। আইনশৃংখলা বাহিনী তৎপর ছিল।
আজ রোববার বিকালে গোপালগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক আরো বলেন, নির্বাচন কমিশন যেভাবে করতে চেয়েছিল সেভাবেই সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ উৎসাহ ও আগ্রহ নিয়ে ভোট দিয়েছে।
এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা তার সাথে ছিলেন।