বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০১

টুঙ্গিপাড়ায় একুশের প্রথম প্রহরে মানুষের ঢল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) ২১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে।
রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে প্রথম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, টুঙ্গিপাড়া থানা, টুরিস্ট পুলিশ, যুবলীগ, পৌর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ, নির্মাণ শ্রমিক লীগ, বিআরটিসি, শহীদ শেখ জামাল যুব প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমবায় কল্যাণ সমিতি টুঙ্গিপাড়া শাখা, কারিতাস, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পবিত্র ফতেহাপাঠ করে বঙ্গবন্ধু সহ ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় করা হয় দোয়া, মোনাজাত।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, থানার ওসি খন্দকার আমিনুর রহমান, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য তৌফিক বিশ্বাস, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক লিংকন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে প্রভাত ফেরী করে। পরে সেটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এছাড়া এ দিন সকাল থেকে বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি , রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, সেচ্ছাসেবী, শ্রমজীবী, পেশাজীবী সংগঠন সহ  দূর দূরান্ত থেকে আগতরা  কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।