প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা সংবিধান সংস্কার কমিশনের

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:০৯
সংবিধান সংস্কার কমিশন চেয়ারম্যান ড. আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা আজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। ছবি: পিআইডি

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সংবিধান সংস্কার কমিশন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে । 

আজ সকালে কমিশন চেয়ারম্যান ড. আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর হাতে এ প্রতিবেদন তুলে দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

সংবিধান সংস্কার কমিশনের পাশাপাশি আজ আরও তিন কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলো হলো— নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন।

উল্লেখ্য, জনপ্রতিনিধিত্ব, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশ করতে গত বছরের ৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে দফায় দফায় বৈঠক ও আলোচনা শেষে তৈরি করা হয় এ চূড়ান্ত প্রতিবেদন।

এরআগে, চলতি মাসের ২ তারিখে প্রজ্ঞাপন জারি করে কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেনাসদর নির্বাচনী পর্ষদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
জুলাই অভ্যুত্থানে ৯ শহীদের স্মরণে ৯ টি আমের চার রোপণ
চকবাজারে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেফতার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
হ্যানয়তে পেট্রোলচালিত বাইক নিষিদ্ধের ঘোষণায় ক্ষুব্ধ স্কুটার চালকরা
গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনী নিহত 
শ্রীলঙ্কায় ইস্টার সানডে বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য শীর্ষ পুলিশ কর্মকর্তা বরখাস্ত 
রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনার প্রস্তাব ইউক্রেনের
খুলনায় ৫ জনের মৃত্যুর পর বিষাক্ত মদ তৈরির প্রধান গ্রেফতার
কুড়িগ্রামে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু
১০