বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৩

স্মার্ট দেশের জন্য শিক্ষার্থীদেরকে স্মার্ট করে তুলতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সিলেট, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন,
স্মার্ট দেশ করতে হলে সবার আগে আমাদের শিক্ষার্থীদের স্মার্ট করে তুলতে হবে, যাতে করে আগামীর প্রজন্ম স্মার্ট হয়।
আজ রোববার সকালে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে জানুয়ারির ১ তারিখে সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন, যেটি পৃথিবীর কোন উন্নত দেশ করতে পারেনি, সেটি শেখ হাসিনা করতে পেরেছেন। এই সরকার ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছে, এখন দেশের প্রতিটি অঞ্চল বিদ্যুতের আলোয় আলোকিত হয়।
তিনি বলেন, আগামীতে এই কলেজ সকলের প্রচেষ্টায় ডিগ্রি কলেজে রুপান্তরিত করা হবে ইনশাআল্লাহ। এই আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, এই কলেজে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অনেক অবদান আছে। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক উন্নয়ন করেছেন, আশাকরি স্থানীয়  এমপি হিসেবে তাঁর এই উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে।
সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে, সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, আব্দুল বাছিত ও সুলতানা আক্তারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভণিং বডীর শিক্ষানুরাগী সদস্য ও সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সভাপতি মো. ইকলাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভণিং বডির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি।