শিরোনাম
ঢাকা, ১ মার্চ, ২০২৪ (বাসস) : রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
আওয়ামী লীগের পক্ষে আজ এক শোক বিবৃতিতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শোক বিবৃতিতে তিনি নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ শোকসন্তপ্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সাথে ওবায়দুল কাদের আহতদের সুচিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন। বিবৃতিতে তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনার সঠিক তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।