বাসস
  ০২ মার্চ ২০২৪, ১৬:১৫
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৭:৫১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সাত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২ মার্চ, ২০২৪ (বাসস) : মন্ত্রিসভার নবনিযুক্ত সাত প্রতিমন্ত্রী আজ রাজধানী ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ।
শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা এমপি, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার এমপি এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি।


পরে তারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।