বাসস
  ০৩ মার্চ ২০২৪, ১৯:৩০

১০ম ওয়েজ বোর্ড ঘোষণাসহ বিভিন্ন দাবিতে বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বরিশাল, ৩ মার্চ, ২০২৪ (বাসস): অবিলম্বে ১০ম ওয়েজ বোর্ড ঘোষণা ও টেলিভিশন সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠমো গঠনসহ বিভিন্ন দাবিতে আজ বরিশাল বিভাগীয় শহরে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
‘ঐক্যের পথে সমৃদ্ধি আনে’- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) এবং জার্নালিস্টস ইউনিয়ন অব বরিশাল (জেইউবি) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে বিএফইউজে’র নেতৃবৃন্দ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী বকেয়া পরিশোধেরও দাবি জানান।
এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি ওমর ফারুক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও ডিআরইউ’র সদস্য শেখ জামাল।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মনিরুল আলম স্বপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেইউবি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি নজরুল বিশ্বাস, জেইউবি’র সাবেক সভাপতি অরূপ তালুদার, সাংবাদিক সুশান্ত ঘোষ ও কেন্দ্রীয় মফস্বল সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য শুভব্রত দত্ত প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।