বাসস
  ২১ মার্চ ২০২৪, ১৫:২৯

প্রধানমন্ত্রীর প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল

ঢাকা, ২১ মার্চ, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিমের আত্মার শান্তি কামনায় আজ প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদে বাদ জোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এম. সালাউদ্দিন, প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম. নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিমের ছেলে মাইনুল আলম (আভাস) এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাবৃন্দ এবং পিএমও কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পিএমও’র প্রেস উইংয়ের একসংবাদ বিঞ্জপ্তিতে আজ একথা বলা হয়েছে।
উল্লেখ্য, ইহসানুল করিম গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন।