স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধান প্রকাশে গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২২:১৪
জাতীয় নাগরিক কমিটির সুপ্রিমকোর্ট উইংয়ের আলোচনা সভা। ছবি : বাসস

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধান প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাতীয় নাগরিক পরিষদের সুপ্রিম কোর্ট উইংয়ের যৌথ আয়োজনে জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় বক্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি এএফএম আব্দুর রহমান।

‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত : জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান’ শীর্ষক এই আলোচনায় বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ হাসনাত কাইয়ুম, রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও  যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি এএফএম আব্দুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণ জানে আন্দোলন, গণঅভ্যুত্থান ও বিপ্লব কিভাবে করতে হয়। বিপ্লব সংবিধান মেনে হয় না, দেখা গেছে পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তা পুরনোকে ভেঙ্গে নতুনভাবে দেশকে গড়েছে। আমাদেরকেও স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধানকে প্রকাশ করতে হবে।’

এ সময় দ্রুত ভূতপূর্ব স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যখন নতুনভাবে সংবিধান প্রকাশিত হবে তখন তার একটি আইনগত ভিত্তি তৈরি হবে। এটি করা অত্যন্ত জরুরি এবং এখনো সময় আছে।

আলোচনার আরেক বক্তা জাতীয় নাগরিক পরিষদের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসকে এক ব্যক্তি কবল থেকে বের করে আনতে হবে। যারা দেশের জন্য দীর্ঘ সময় ধরে সত্যিকার অর্থে লড়াই করেছেন তাদের মধ্যে কৃতিত্ব বন্টন করে দিতে হবে। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এটাই যে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল কোনো কাজ করতে পারবে না।

এতে উপস্থিত বক্তারা গণপরিষদ নির্বাচন, স্বাধীনতার ঘোষণাপত্র দ্রুত প্রকাশ এবং ’৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ জুলাই আগস্ট শহীদদের নামের একটি তালিকা তৈরির জন্য সরকারকে তাগিদ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০