শিরোনাম
বান্দরবান, ৩০ মার্চ, ২০২৪ (বাসস) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ৩ সেনাসদস্য।
শনিবার ভোররাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাদের নিরস্ত্র করে তুমব্রু বিওপিতে নিয়ে যান।
বান্দরবানের জেলা প্রশাসক মো. মুজাহিদ উদ্দিন বলেন, তুমব্রু সীমান্ত দিয়ে তিন সেনাসদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের নিরস্ত্র করে বিজিবি সদস্যরা নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে।