বাসস
  ৩১ মার্চ ২০২৪, ২০:০০

প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন

ঢাকা, ৩১ মার্চ, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতাকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আজ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপিকে বাংলা নববর্ষ-১৪৩১ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু জি এম কাদেরের একান্ত সচিব শামসুল ইসলামের নিকট আজ দুপুরে জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র একান্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলমের নিকট বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরের কার্ড পৌঁছে দেন।
এ ছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এর ব্যক্তিগত কর্মকর্তার কাছে বাংলা নববর্ষ-১৪৩১ এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।