বাসস
  ২৪ আগস্ট ২০২৪, ১৮:২২

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ বিতরণ অব্যাহত

নোয়াখালী, ২৪ আগস্ট, ২০২৪ (বাসস): জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির হচ্ছে। বন্যার পানি গত ১৫ ঘন্টায় ৪৪ মি.মি. কমেছে। গতকাল ভোর ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত এই পরিমাণ পানি কমেছে। 
জেলা পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সল জানান- সেনবাগ ও কোম্পানিগঞ্জে ডাকাতিয়া ও ছোট ফেনী নদী থেকে পানির চাপের কারণে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এদিকে মুছাপুর ক্লোজার ভাটার সময় খোলা রাখায় অবস্থার উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে এবং গতকাল ও আজ বৃষ্টি না হওয়ায় এবং এ দু’দিনই সূর্য উঠার কারণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি উন্নতিতে সহায়ক হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি না হলে পরিস্থিতির আরো উন্নতি হবে। 
এদিকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন- জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন- সরকারিভাবে ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনগুলোও ত্রাণ বিতরণ করছে।