শিরোনাম
নোয়াখালী, ২৫, আগস্ট, ২০২৪ (বাসস): গত শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জে ১ সেমি
বন্যার পানি আবার বেড়েছে ।
বাকি সব জায়গায় পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সল। পানির অবস্থা বিপৎসীমার নিচে না আসা পর্যন্ত মুছাপুর ক্লোজার ভাটিতে খোলা রাখা হবে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বাসস'কে জানান, ৯ শত ৮ টি আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৬৩ হাজার আশ্রয় নেওয়া মানুষের মাঝে এ পর্যন্ত ৯শত মেঃটঃ চাল,১ হাজার প্যাকেট শুকানো খাবার, ও নগদ ৪৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের পক্ষ থেকে এবং বিভিন্ন এনজিও, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্টানসহ বিভিন্ন সংগঠন থেকে এাণসামগ্রী সরবরাহ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গতশুক্রও শনিবার দিনে বৃষ্টি না.হওয়ায় , সূর্য উঠায় ও মুছাপুরা ক্লোজার এর ২৩টি গেট খুলে দেয়ায় ফেণীও ডাকাতিয়া নদীর পানির কিছুটা কমেছিল।