বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪

জয়পুরহাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জয়পুরহাট, ১ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলা শাখা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সকাল ৮টায় স্টেশন রোডের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, মহিলা দলের সভাপতি রুলি বেগম, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, এ্যাডঃ এ টি এম মিজানুর রহমান, মন্জুরে মওলা পলাশ, সামস মতিন প্রমূখ।
দেশের দক্ষিণাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত ভাবে পালন করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপি, মহিলা দল, শ্রমিক দল, যুব দল, ছাত্র দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।