শিরোনাম
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লা সলুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো.সুজন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট থানায় তাকে আসামি করে মামলা দায়ের হয়।
তিনি বলেন, এজাহারভূক্ত আসামি সলুকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।