শিরোনাম
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আজ রাতে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।