বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৪

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৪৫ কর্মকর্তা বদলি

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৫ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে।
এদের মধ্যে ১২ জনকে জেলা পুলিশ সুপার পদে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি এলিট ফোর্স র‌্যাবে নতুন পাঁচজন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি বা পদায়ন করা হয়।
একটি প্রজ্ঞাপনে ২৩ কর্মকর্তার বদলি ও পদায়নের কথা জানানো হয়। সেখানে র‌্যাবে নতুন পাঁচ পরিচালক নিয়োগের কথা জানানো হয়।
অপর প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে রদবদল করার কথা জানানো হয়। এর মধ্যে ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মেহেরপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, নেত্রকোণা, বরিশাল, গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবান, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলায় ১২ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে নেত্রকোণা, বরিশাল, জামালপুর, পঞ্চগড়, গোপালগঞ্জ, শরীয়তপুর, বান্দরবান, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলার বর্তমান এসপিদের পুলিশের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকরা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।