বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৯

নেপালে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ১০১ জনের মৃত্যু

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : নেপালের রাজধানী কাঠমান্ডুর নিচু এলাকাগুলো রোববার প্রচন্ড মৌসুমী বৃষ্টির পর বন্যার জলে প্লাবিত হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশটির আশেপাশে কমপক্ষে ১০১ জন প্রাণ হারিয়েছে। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
শুক্রবার থেকে নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের বিশাল অংশ প্লাবিত হলে বেশ ক’টি নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের মহাসড়কের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা ১০১ এ পৌঁছেছে এবং ৬৪ জন নিখোঁজ রয়েছেন।’ তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা বৃদ্ধির আশংকা করা হচ্ছে।
দেশটির আবহাওয়া ব্যুরো কাঠমান্ডু পোস্ট পত্রিকাকে জানিয়েছে, কাঠমান্ডু উপত্যকায় শনিবার সকাল থেকে ২৪ ঘন্টার মধ্যে ২৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালের পর এটি ছিল রাজধানীতে রেকর্ডকৃত সর্বোচ্চ বৃষ্টিপাত।
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়া জুড়ে প্রবল বর্ষণ এবং সেই সঙ্গে বন্যা ও ভূমিধস হয়ে থাকে, তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এ সব দুর্যোগের ফ্রিকোয়েন্সি ও তীব্রতা বাড়িয়ে দিয়েছে।