শিরোনাম
ঢাকা, ২০ অক্টোবর, ২০২৪ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার এক বিবৃতিতে বলেছেন, 'ইরানের এজেন্টরা যারা আমাকে এবং আমার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে তারা আজ একটি তিক্ত ভুল করেছে।'
তিনি লেবানন থেকে ইসরাইলের উত্তরের শহর সিজারিয়ায় তার ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার কথা উল্লেখ করেন।
ড্রোনটি শহরের অন্য একটি বাড়িতে আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর প্রধানমন্ত্রীর কার্যালয় উল্লেখ করেছে যে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের ব্যক্তিগত বাড়িতে ছিলেন না।
নেতানিয়াহু বিবৃতিতে যোগ করেন, 'এটি আমাকে এবং ইসরাইলকে আগামী প্রজন্মের জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত করবে না।'
প্রধানমন্ত্রী বলেন, 'আমি ইরানি এবং তাদের অশুভ অক্ষের অংশীদারদের বলছি, যে কেউ ইসরাইলের নাগরিকদের ক্ষতি করবে তাকে চড়া মূল্য দিতে হবে। আমরা সন্ত্রাসীদের নিধন করব, গাজা থেকে আমাদের অপহৃতদের ফিরিয়ে আনব এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরিয়ে দেব।
নেতানিয়াহু উপসংহারে বলেন, 'আমরা যুদ্ধের যে সমস্ত লক্ষ্য নির্ধারণ করেছি তা আমরা অর্জন করব এবং উত্তর প্রজন্মের জন্য আমাদের অঞ্চলে নিরাপত্তা বাস্তবতা পাল্টে দেব।'