বাসস
  ০১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬

চাঁদপুরে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই বিতরণ

চাঁদপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাসস

চাঁদপুর, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মধ্যে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির নতুন বই বিতরণ করা হয়েছে।

আজ  সকাল ১০ টায় শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এরপর বেলা ১১ টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মমিন হোসেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিসমত আরা শাফি বন্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এদিন সকালে জেলার ৮ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়।