শিগগির পুতিনের সাথে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ আপডেট: : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৬

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি ভøাদিমির পুতিনের সাথে 'খুব শিগগির' দেখা করতে পারেন। তিনি আরো বলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট সত্যিই ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান। 

তিনি এমন সময় এ মন্তব্য করেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগামী দিনে সৌদি আরবে প্রাথমিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ থেকে এএফপি এ খবর জানায়।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সময় নির্ধারণ করা হয়নি, তবে খুব শিগগির তা হতে পারে।’ 

নৃশংস ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকী ঘনিয়ে আসার সাথে সাথে কূটনৈতিক উত্তেজনা চলছে।

আগামী দিনে সৌদি আরবের রাজধানীতে রাশিয়ান কর্মকর্তাদের সাথে আলোচনায় রুবিও একটি উচ্চ-স্তরের আমেরিকান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। 

এয়ার ফোর্স ওয়ানে উড্ডয়নের পর সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তার দল রুশ কর্মকর্তাদের সঙ্গে ‘দীর্ঘ ও কষ্টসাধ্য’ আলোচনা করছেন। মধ্যপ্রাচ্যে তার রাষ্ট্রদূত স্টিভ উইটকফ দলভূক্ত রয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, উইটকফ সম্প্রতি পুতিনের সাথে প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক করেছেন।

ট্রাম্প পুতিন সম্পর্কে বলেন, ‘আমি মনে করি তিনি যুদ্ধ বন্ধ করতে চান।’ 

তিনি কী বিশ্বাস করেন যে পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটাই ছিল তার কাছে আমার প্রশ্ন।’ ট্রাম্প আরও বলেন, ‘যদি তিনি চালিয়ে যেতে চান তাহলে আমার জন্য একটা বড় সমস্যা হত।’‘আমি মনে করি তিনি এটি শেষ করতে চান এবং তারা দ্রুত এটি শেষ করতে চান।’ তিনি বলেন, ‘জেলেনস্কিও এটি শেষ করতে চান।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, তিনি বিশ্বাস করেন যদি ট্রাম্প জোটের প্রতি মার্কিন সমর্থন কমিয়ে দেন তাহলে রাশিয়া দুর্বল ন্যাটোর বিরুদ্ধে ‘যুদ্ধ শুরু করার’ প্রস্তুতি নিচ্ছে।

তবে জেলেনস্কির মন্তব্যকে ট্রাম্প উড়িয়ে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনীয় নেতার বার্তা নিয়ে ‘একটুও চিন্তিত নন।’

রিপাবলিকান নেতা বারবার জোর দিয়েছিলেন যে তিনি হোয়াইট হাউসে ফিরে আসলে একদিনের মধ্যে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন। কিন্তু রুবিও জোর দেন যে এত দীর্ঘস্থায়ী, রক্তাক্ত ও জটিল সংঘাতের সমাধান করা ‘সহজ হবে না।’

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সিবিএসের সাথে এক সাক্ষাৎকারে আমেরিকার শীর্ষ কূটনীতিক বলেন, ‘শান্তির দিকে একটি প্রক্রিয়া এক বৈঠকের বিষয় নয়।’ 

রুবিও রিয়াদে একটি উচ্চ পর্যায়ের মার্কিন দলকে নেতৃত্ব দেবেন, তবে ইউক্রেনীয়দের অংশগ্রহণ থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

‘কিছুইএখনও চূড়ান্ত হয়নি’ উল্লেখ করে তিনি বলেন, লক্ষ্য ছিল একটি বৃহত্তর আলোচনার জন্য একটি সূচনা খুঁজে বের করা যাতে ‘ইউক্রেন অন্তর্ভুক্ত থাকবে এবং যুদ্ধের সমাপ্তি জড়িত থাকবে।’

উইটকফ ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ উভয়ই আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

বুধবার ট্রাম্প ও পুতিন একটি দীর্ঘ ফোনালাপে অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্মত হন।

জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের অংশগ্রহন ছাড়া দেশটি সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০