রমজানে খাদ্যপণ্য সুলভ ও বিনামূল্যে বিতরণ করা হবে : খাদ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩ আপডেট: : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার পবিত্র রমজান মাসে খাদ্যপণ্য সুলভমূল্যে এবং বিনামূল্যে বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন।

খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী মার্চ ও এপ্রিল মাসে দেড় লাখ টন করে দুই মাসে তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে। প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে ৫০ লাখ পরিবারকে তা দেয়া হবে। 

তিনি আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

এসময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এছাড়াও টিসিবির মাধ্যমে আরও ৫০ হাজার টন করে দুই মাসে এক লাখ টন চাল বিতরণ করা হবে। ওএমএসের মাধ্যমে ৫০ হাজার করে আরও এক লাখ টন বিতরণ করা হবে। এছাড়া ঈদের সময় এক কোটি পরিবারকে একদম বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে। রোজার মাসে প্রায় ৭ লাখ টন খাদ্যপণ্য বিতরণ করা হবে।  

খাদ্য উপদেষ্টা আরো বলেন, এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে ব্যাপক সহায়তা করবে। বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে, কিন্তু মূল তদারকি করবেন ডিসিরা। এর মধ্যে ডিসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর প্রায় ১৫-২০ স্থানে এসব কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবে। ঢাকা মেট্রোপলিটনে ১২২টি কেন্দ্র এবং ৭০টি ট্রাক আছে। খাদ্য বিভাগ, ম্যাজিস্ট্রেটও থাকবে বিতরণ কার্যক্রম তদারকির জন্য।

আলী ইমাম মজুমদার বলেন, আমরা ঢাকার সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য।

উপদেষ্টা আরও বলেন, ঢাকা বিভাগের কমিশনারের সঙ্গে আলাদাভাবে মিটিং করেছি, ফের মিটিং করব। এ বিভাগের যে ১২২টি বিক্রয় কেন্দ্র এবং ৭০টি ট্রাকসেল আছে, টিসিবি ছাড়াও, প্রয়োজনে সেগুলো ম্যাজিস্ট্রেট দিয়ে তদারকি করতে বলেছি।

ভূমি ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, আমরা সনাতনী পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি। প্রধান উপদেষ্টা চান গোটা দেশ ডিজিটাল ব্যবস্থায় আসুক। 

পর্যায়ক্রমে মানুষের সমস্য দূর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বিতীয় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ
শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশু নিহত
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৩ 
রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন : আলী রীয়াজ
দেশ গঠনে আমরা আপস করবো না: নাহিদ ইসলাম
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫০১
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
ইরান ছেড়েছে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান: আইওএম
খুলনায় ইট ভাটার আড়ালে ৫০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে ব্যবসায়ী
সুনামগঞ্জে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন 
১০