শিক্ষা ও গবেষণায় ইউনেস্কোর প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে:  মাহবুব মোর্শেদ

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন’র দিনব্যাপী ‘ইউনেস্কো বই প্রদর্শনী’র উদ্বোধন করেন মাহবুব মোর্শেদ। ছবি: বাসস

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, ইউনেস্কোর প্রকাশনাগুলো শিক্ষা ও গবেষণায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি বছর এ ধরনের প্রদশর্নী ও আলোচনার আয়োজন হওয়া দরকার। লোক সমাগমও বেশি হওয়া দরকার। 

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন’- এর উদ্যোগে দিনব্যাপী ‘ইউনেস্কো বই প্রদর্শনী’-২০২৫- এর উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন ।

প্রদর্শনীতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া প্রধান অতিথি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন নবম বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীতে ইউনেস্কো থেকে প্রকাশিত বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি, জার্নাল, পোস্টার, রিপোর্ট, ম্যাগাজিন, ওয়ার্ল্ড হেরিটেজ ইত্যাদি বিষয়ক প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনা স্থান পেয়েছে। 

প্রদর্শনীতে বক্তারা বলেন, ইউনেস্কো সারা বিশ্বে ইতিহাস-ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক আরো ঘনীভূত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে নির্মাণাধীন ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা 
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৪
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসায় মধ্যাহ্নভোজে বিএনপি নেতারা
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে ইসি: সিইসি নাসির উদ্দিন
ভারতে রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৯
ভোলা উপকূলের জেলেরা ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান
শরীয়তপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ব্যাংকের টাকা লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হচ্ছে: ড. আনিসুজ্জামান চৌধুরী
লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে সেতু সংযোগ সড়ক সংস্কার
লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে সেতু সংযোগ সড়ক সংস্কার
১০