শিক্ষা ও গবেষণায় ইউনেস্কোর প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে:  মাহবুব মোর্শেদ

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন’র দিনব্যাপী ‘ইউনেস্কো বই প্রদর্শনী’র উদ্বোধন করেন মাহবুব মোর্শেদ। ছবি: বাসস

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, ইউনেস্কোর প্রকাশনাগুলো শিক্ষা ও গবেষণায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি বছর এ ধরনের প্রদশর্নী ও আলোচনার আয়োজন হওয়া দরকার। লোক সমাগমও বেশি হওয়া দরকার। 

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন’- এর উদ্যোগে দিনব্যাপী ‘ইউনেস্কো বই প্রদর্শনী’-২০২৫- এর উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন ।

প্রদর্শনীতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া প্রধান অতিথি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন নবম বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীতে ইউনেস্কো থেকে প্রকাশিত বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি, জার্নাল, পোস্টার, রিপোর্ট, ম্যাগাজিন, ওয়ার্ল্ড হেরিটেজ ইত্যাদি বিষয়ক প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনা স্থান পেয়েছে। 

প্রদর্শনীতে বক্তারা বলেন, ইউনেস্কো সারা বিশ্বে ইতিহাস-ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক আরো ঘনীভূত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
ব্রাসেলস বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে
দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা সমাপ্ত
মার্কিন রাজনীতিতে চমক: সমাজতন্ত্রী ও ট্রাম্পবিরোধী মামদানি নিউইয়র্কের নতুন মেয়র
ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান
মাটি ও পরিবেশ রক্ষায় মেহেরপুরে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা
বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া অজগর সাপ উদ্ধার
শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও বিপসটের চুক্তি
১০