শিক্ষা ও গবেষণায় ইউনেস্কোর প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে:  মাহবুব মোর্শেদ

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন’র দিনব্যাপী ‘ইউনেস্কো বই প্রদর্শনী’র উদ্বোধন করেন মাহবুব মোর্শেদ। ছবি: বাসস

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, ইউনেস্কোর প্রকাশনাগুলো শিক্ষা ও গবেষণায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি বছর এ ধরনের প্রদশর্নী ও আলোচনার আয়োজন হওয়া দরকার। লোক সমাগমও বেশি হওয়া দরকার। 

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন’- এর উদ্যোগে দিনব্যাপী ‘ইউনেস্কো বই প্রদর্শনী’-২০২৫- এর উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন ।

প্রদর্শনীতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া প্রধান অতিথি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন নবম বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীতে ইউনেস্কো থেকে প্রকাশিত বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি, জার্নাল, পোস্টার, রিপোর্ট, ম্যাগাজিন, ওয়ার্ল্ড হেরিটেজ ইত্যাদি বিষয়ক প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনা স্থান পেয়েছে। 

প্রদর্শনীতে বক্তারা বলেন, ইউনেস্কো সারা বিশ্বে ইতিহাস-ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক আরো ঘনীভূত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইল প্রেসক্লাবের দায়িত্বে আব্দুল হক-মাহবুবুর রশিদ
৯ জুলাই : সারাদেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা
আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ
কক্সবাজার সাগরে  গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২
রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে
সংস্কার ও ঋণ পুনর্গঠনের জন্য ঘানা সরকারের প্রশংসায় আইএমএফ 
বন্যায় নেপাল-চীন সীমান্ত সেতু ধ্বংসে মৃত ১, নিখোঁজ ১৭
ইসরাইলের সঙ্গে যুদ্ধে নিহতের সংখ্যা ১,০৬০ জনে পৌঁছেছে: ইরান
১৯ শিল্প নগরীতে উদ্যোক্তাদের জন্য ৯৭৫টি প্লট বরাদ্দ দিচ্ছে বিসিক
ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা
১০