শিক্ষা ও গবেষণায় ইউনেস্কোর প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে:  মাহবুব মোর্শেদ

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন’র দিনব্যাপী ‘ইউনেস্কো বই প্রদর্শনী’র উদ্বোধন করেন মাহবুব মোর্শেদ। ছবি: বাসস

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, ইউনেস্কোর প্রকাশনাগুলো শিক্ষা ও গবেষণায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি বছর এ ধরনের প্রদশর্নী ও আলোচনার আয়োজন হওয়া দরকার। লোক সমাগমও বেশি হওয়া দরকার। 

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন’- এর উদ্যোগে দিনব্যাপী ‘ইউনেস্কো বই প্রদর্শনী’-২০২৫- এর উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন ।

প্রদর্শনীতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া প্রধান অতিথি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন নবম বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীতে ইউনেস্কো থেকে প্রকাশিত বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি, জার্নাল, পোস্টার, রিপোর্ট, ম্যাগাজিন, ওয়ার্ল্ড হেরিটেজ ইত্যাদি বিষয়ক প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনা স্থান পেয়েছে। 

প্রদর্শনীতে বক্তারা বলেন, ইউনেস্কো সারা বিশ্বে ইতিহাস-ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক আরো ঘনীভূত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০