ইনু, মেনন, আনিসুল, দীপু মনি ও সাদেক খান রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৩:০৩ আপডেট: : ১৯ মার্চ ২০২৫, ১৭:১৮
হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনি, আনিসুল হক। ছবি: কোলাজ

ঢাকা, ১৯ মার্চ ২০২৫ (বাসস) : সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় তদন্তকারী কর্মকর্তারা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ডের আদেশ দেন।

ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এছাড়া ছাত্র-জনতার আন্দোলনের কর্মসূচি চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ইনু, মেনন, দীপু মনির মামলার অভিযোগ থেকে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকেল পাঁচটার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতাসহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার ওপর গুলি চালায়। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন নিহতের আত্মীয় মো. আলী।

আনিসুল হকের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে মো. সুজন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সাদেক খানের মামলার অভিযোগ থেকে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় গত ১৯ জুলাই অংশ নেন মিরাজুল ইসলাম অর্ণব। পরে আসামিদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইকুয়েডরে সেনাবাহিনীর গুলিতে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদকারী নিহত
শ্রমিক কল্যাণ তহবিলে ৩ প্রতিষ্ঠানের ৮৮ কোটি টাকা প্রদান
নাটোরে দর্শনার্থীদের মন জয় করেছে মুগ ডালের প্রতিমা
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৪ নভেম্বর
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
লক্ষ্মীপুরে নানা আচারের মধ্যে দিয়ে শুরু মহাসপ্তমী
বাংলাদেশি তরুণদের বিশেষায়িত প্রশিক্ষণ দেবে কোইকা
যুক্তরাষ্ট্রে মরমন গির্জায় হামলায় নিহত ৪
চাঁদপুরে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার
উত্তরায় বাসের ধাক্কায় মোটরবাইক চালকের মৃত্যু
১০