প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাড

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২৩:৫৫
আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের (ডিকাস্টেরি) কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাড আজ রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাৎ করেন। ছবি : পিআইডি

রোম, ইতালি, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের (ডিকাস্টেরি) কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাড আজ শনিবার রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাৎ করেছেন।

এছাড়া এদিন রোমে উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রী মারিও লুবেটকিনও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজ ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং পরে, প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, যাদের মধ্যে ছিলেন-জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট মন্টেনেগ্রো, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী,আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স দ্বিতীয় অ্যালবার্ট, নরওয়ের প্রিন্স ও প্রিন্সেস, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের প্রিন্স ও প্রিন্সেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীনের ঐতিহ্যবাহী চা অঞ্চল এখন কফির স্বাদেও মাতোয়ারা
বীর মুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলীর শাহাদাত বার্ষিকী পালিত
মার্কিন হামলায় ইয়েমেনের রাজধানীতে ৮ জন আহত
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায়  প্রকৌশলী নিহত
ফিলিপাইনের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির কাছে বিতর্কিত প্রবালপ্রাচীর দখল করল চীন : প্রতিবেদন
নাটোরে অধিক ফলনের মধ্য দিয়ে রসুনের শ্বেত বিপ্লব
দেশের বেশ কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা
কাল বৈশাখী ঝড়ে কুড়িগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি  
নাইজেরিয়ার সোনার খনিতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন
বিনামূল্যে পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন জাহাজ চলাচলের সুবিধা চেয়েছেন ট্রাম্প
১০