তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ২১:৫৫ আপডেট: : ১৬ মে ২০২৫, ২১:৫৭


ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিক্ষোভের সময় তাকে লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত যুবক মোহাম্মদ হোসেনকে আন্দোলন শেষ হওয়ার পর তার বাসভবনে দেখা করার জন্য ব্যক্তিগত আমন্ত্রণ জানিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে মুক্তি পাওয়ার পরে গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে একটি বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয়, যেখানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ হোসেন এবং তার পরিবারের সাথে দেখা করেন। আজ সন্ধ্যায় উপদেষ্টার ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

তথ্য উপদেষ্টা ফেইসবুক পোস্টে জানা যায়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তথ্য উপদেষ্টার উপর হামলাকারী মোহাম্মদ হোসেনকে মুক্তি দেওয়া হয়েছে। তথ্য উপদেষ্টা ডিবি অফিসে তার এবং তার পরিবারের সাথে কথা বলেছেন।’

উপদেষ্টার উপর পানির বোতল ছুঁড়ে মারার অভিযোগে পুলিশ কর্তৃক আটক হোসেনকে উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করার পর তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষা উপদেষ্টার কথা উল্লেখ করে মাহফুজ আলম ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য সরকার একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবে।

তিনি আশা প্রকাশ করেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুত সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০