রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ও সরকারের পাশে থাকবেন বলে জানিয়েছেন: প্রেস সচিব

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ২৩:০৬
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিক রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন। ছবি: বাসস

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস): রোববার বৈঠকে অংশ নেয়া একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে তারা চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানান।

আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিক রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘আজ বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলেছেন’।

প্রধান উপদেষ্টা নেতৃবৃন্দকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার এই কথায় রাজনৈতিক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন’।

অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আমরা বড় ধরনের যুদ্ধাবস্থার ভেতরে আছি। তারা এখন যেভাবে পারে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাই বিভাজন থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। নিজেদের মধ্যে ঐকমত্য থাকতে হবে’।

আওয়ামী লীগ আমাদেরকে পিছিয়ে দিতে চায় উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই বিপ্লবের পর আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি-এটা যেন সামনের দিকে আরও অগ্রসর হয়’।

নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধবোধ অনুভব করবো’। রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, আমি যতদিন দায়িত্বে আছি দেশের কোন অনিষ্ঠ কাজ আমাকে দিয়ে হবে না, এই নিশ্চয়তা দিচ্ছি। 
জুলাই অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে গড়ে তোলার মহাসুযোগ পেয়েছি বলে তিনি মন্তব্য করেন।

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, আমাদের সরকারের তিনটি কাজ। নির্বাচন, সংস্কার ও বিচারিক কার্যক্রম। আমরা যখন পূর্ণ সংস্কার কাজ করতে পারবো, তখন দেখবেন নির্বাচনের ব্যাপারে মানুষের আস্থা পাবো। 

গতকাল বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন।

রোববারের বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০