বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন : তথ্য উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ২২:০৪ আপডেট: : ২৬ মে ২০২৫, ২২:১০
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সাথে আজ ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ছবি: পিআইডি

ঢাকা, ২৬ মে ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন। সোমবার শিল্প মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এ কথা বলেন।

এ অঞ্চলে মুসলমান-হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের সহাবস্থানের ঐতিহাসিক  প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বর্তমান বাংলাদেশে ধর্মীয় কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা হচ্ছে না। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছেন। উপদেষ্টা জানান, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। 

গত কয়েক মাসে দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে বলে একটি মহল সবসময় অপ প্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

মাহফুজ আলম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউ নিজেদের আওয়ামী লীগের সহযোগী মনে করছেন এবং এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছেন। এটি খুবই দুঃখজনক। তিনি রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন শ্নেক, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সিনিয়র পলিসি অ্যানালিস্ট সিমা হাসান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ৭ জন গ্রেফতার : উপ-প্রেস সচিব
শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিতের বিজ্ঞপ্তি সঠিক নয়
টাঙ্গাইলে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাবার বিতরণ
বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে হবে : আসাদুল হাবিব দুলু
খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপনে মহতি পূণ্যানুষ্ঠান
গভীর সমুদ্রে বিকল হওয়া ফিশিং বোটসহ ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়ায় মাছের পোনা অবমুক্তকরণ
পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে মাদক পাচারকালে খাদ্য সামগ্রীসহ আটক ১০
বদরুদ্দীন উমরের মৃত্যুতে জামায়াতের শোক
১০