চারদিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ২১:২৯ আপডেট: : ২৮ মে ২০২৫, ১১:১২
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন,‘আজ রাত ২টার দিকে প্রধান উপদেষ্টা জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর’।

তিনি জানান, সফরকালে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রী ছাড়াও সেদেশের ব্যবসায়ী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হবে।

প্রেস সচিব আরও জানান, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ৭ জন গ্রেফতার : উপ-প্রেস সচিব
শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিতের বিজ্ঞপ্তি সঠিক নয়
টাঙ্গাইলে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাবার বিতরণ
বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে হবে : আসাদুল হাবিব দুলু
খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপনে মহতি পূণ্যানুষ্ঠান
গভীর সমুদ্রে বিকল হওয়া ফিশিং বোটসহ ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়ায় মাছের পোনা অবমুক্তকরণ
পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে মাদক পাচারকালে খাদ্য সামগ্রীসহ আটক ১০
বদরুদ্দীন উমরের মৃত্যুতে জামায়াতের শোক
১০