লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:০৫

ঢাকা, ২৮ মে, ২০২৫, (বাসস): বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। 

দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল  সিলেটে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে ২৭ মিলিমিটার বা মিমি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পূর্ব অথবা দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১০ থেকে ১৫ যা অস্থায়ীভাবে দমকা হওয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগ
জামায়াত সংশোধিত গঠনতন্ত্র ইসি’তে জমা দিয়েছে
গাজাগামী নৌ-বহর থেকে আটক শহিদুলের ভিডিওবার্তাটি প্রি-রেকর্ডেড, সাজানো নয় : বাংলাফ্যাক্ট
চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ৮ দফা ইশতেহার
আরো খেলতে চান রোনাল্ডো
চাকসু নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, উৎসবমুখর ক্যাম্পাস
বাজুসের সাবেক সভাপতি এনামুল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন স্প্যানিশ ডিফেন্ডার
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০