ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ০৬ জুন ২০২৫, ১৮:২৩
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস) : ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পুটি, কাতলা, রুই, কাউকে ছাড় দেয়া হবে না। আইন সবার জন্য সমান। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তার কোনো ঘাটনি নেই। পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।

তিনি বলেন, কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত থানায় অভিযোগ দেবেন। কোনো থানা মামলা না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,আমরা পাইলট প্রকল্প হিসেবে সিলেট মহানগরীতে অনলাইনে জিডি কার্যক্রম চালু করেছি। পরবর্তীতে মামলাও অনলাইনে যাতে করা যায় সে ব্যবস্থা নেয়া হবে। যাতে মানুষের কোন ভোগান্তি না হয়, মানুষ ঘরে বসেই জিডি বা মামলা করতে পারে। ঘরে বসেই মানুষ যাতে আইনি সেবা নিতে পারে সেজন্য সরকার কাজ করছে।

এর আগে, সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
রাজশাহীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মহানগর বিএনপির
ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার
মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণমিছিল 
ঢাবি ভাস্কর্য বিভাগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
১০