ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ০৬ জুন ২০২৫, ১৮:২৩
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস) : ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পুটি, কাতলা, রুই, কাউকে ছাড় দেয়া হবে না। আইন সবার জন্য সমান। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তার কোনো ঘাটনি নেই। পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।

তিনি বলেন, কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত থানায় অভিযোগ দেবেন। কোনো থানা মামলা না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,আমরা পাইলট প্রকল্প হিসেবে সিলেট মহানগরীতে অনলাইনে জিডি কার্যক্রম চালু করেছি। পরবর্তীতে মামলাও অনলাইনে যাতে করা যায় সে ব্যবস্থা নেয়া হবে। যাতে মানুষের কোন ভোগান্তি না হয়, মানুষ ঘরে বসেই জিডি বা মামলা করতে পারে। ঘরে বসেই মানুষ যাতে আইনি সেবা নিতে পারে সেজন্য সরকার কাজ করছে।

এর আগে, সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
জুলাই আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের
যশোরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা  
রেমিট্যান্স প্রবাহ: নভেম্বরের প্রথম ৪ দিনে এসেছে ৪৬১ মিলিয়ন ডলার
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
বগুড়ায় ট্রাফিক সপ্তাহে র‌্যালি ও লিফলেট বিতরণ
এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি : শিল্প উপদেষ্টা
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণসহ যুবক আটক
১০