বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫টি জামাত অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১০:৩৫ আপডেট: : ০৭ জুন ২০২৫, ১২:৩০
বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শনিবার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন ড. খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বির ছিলেন মো. আব্দুল হাদী।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির ছিলেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাতে ইমামতি করেন ড. মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাতে ইমামতি করেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির ছিলেন মো. আমির হোসেন।

পঞ্চম জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির ছিলেন মো. জহিরুল ইসলাম।

প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-শৃঙ্খলা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাতে দুর্নীতি প্রতিরোধ, পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধি এবং আদর্শ সমাজ গঠনে সবার অংশগ্রহণ কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি দেশের অগ্রগতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও মুক্তির জন্যও প্রার্থনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত : চীনা প্রতিরক্ষামন্ত্রী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
ঝটিকা মিছিলের চেষ্টা, হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : অধ্যাপক মুজিবুর রহমান
শুল্ক ও বিরল খনিজ নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ট্রাম্প ও সি
১০