বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫টি জামাত অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১০:৩৫ আপডেট: : ০৭ জুন ২০২৫, ১২:৩০
বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শনিবার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন ড. খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বির ছিলেন মো. আব্দুল হাদী।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির ছিলেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাতে ইমামতি করেন ড. মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাতে ইমামতি করেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির ছিলেন মো. আমির হোসেন।

পঞ্চম জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির ছিলেন মো. জহিরুল ইসলাম।

প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-শৃঙ্খলা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাতে দুর্নীতি প্রতিরোধ, পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধি এবং আদর্শ সমাজ গঠনে সবার অংশগ্রহণ কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি দেশের অগ্রগতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও মুক্তির জন্যও প্রার্থনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা তারেক রহমানের
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে : প্রধান উপদেষ্টা
কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স : ফরাসি রাষ্ট্রদূত
খসড়া আইপিও রুলস নিয়ে পুঁজিবাজার অংশীদের সঙ্গে বিএসইসির বৈঠ
৫ ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি
জবিতে ইউজিসি’র হিট সাব-প্রজেক্টের উদ্বোধন
অর্থ আত্মসাৎ, ঘুস ও সেবায় অনিয়মের অভিযোগে তিন জেলায় দুদকের অভিযান
নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহে ২৭.৯ শতাংশ প্রবৃদ্ধি
১০