বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫টি জামাত অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১০:৩৫ আপডেট: : ০৭ জুন ২০২৫, ১২:৩০
বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শনিবার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন ড. খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বির ছিলেন মো. আব্দুল হাদী।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির ছিলেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাতে ইমামতি করেন ড. মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাতে ইমামতি করেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির ছিলেন মো. আমির হোসেন।

পঞ্চম জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির ছিলেন মো. জহিরুল ইসলাম।

প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-শৃঙ্খলা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাতে দুর্নীতি প্রতিরোধ, পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধি এবং আদর্শ সমাজ গঠনে সবার অংশগ্রহণ কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি দেশের অগ্রগতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও মুক্তির জন্যও প্রার্থনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০