পদ্মাসেতু রক্ষা বাঁধের ভাঙন রোধে অতিদ্রুত কার্যক্রম শুরু হবে: সেতু উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৭:৩৬
বুধবার শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে তিন কিলোমিটারের মধ্যে পদ্মাসেতু  রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: বাসস

শরীয়তপুর, ১১ জুন, ২০২৫ (বাসস) : পদ্মাসেতু রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি জানান, ‘সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সাথে নিয়ে পদ্মা সেতু এলাকায় ভাঙন ঠেকাতে অবৈধ ড্রেজার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

আজ বুধবার শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে তিন কিলোমিটারের মধ্যে পদ্মাসেতু  রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে উপদেষ্টা একথা বলেন। 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। 

সেতু উপদেষ্টা বলেন, নদী ভাঙনের কারণ হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। প্রয়োজনে সেনাবাহিনী, কোস্টগার্ডকে সাথে নিয়ে অবৈধ ড্রেজার জব্দ করার পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনা হবে।

এদিকে ভাঙন কবলিত জায়গায় জিওব্যাগ ডাম্পিং করে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ও সেতু বিভাগের সমীক্ষার পর ফলাফল ও নকশা অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় জিম্মি মুক্তির বিষয়ে সাহায্য করতে প্রস্তুত রেড ক্রস
লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপিত হবে কাল
আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি বিএইচআরএফ’র
যমুনা নদীর পানি বৃদ্ধি, বগুড়ায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা
চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার 
নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থা: সিইসি
২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার
বাংলাদেশে ৬ বছর কারাভোগের পর নিজ দেশে ফিরেছে ভারতীয় যুবক
সাবেক এমপি সামছুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০