আশা করি শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে ইসি : খলিলুর রহমান

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৯:৪২ আপডেট: : ১৩ জুন ২০২৫, ২০:১০
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান আজ লন্ডনের ডরচেস্টার হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি : বাসস

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস): নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খলিলুর রহমান বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। কেউ দেখলে তা ভুল দেখছেন। নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করি নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।

শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখায় প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা হয়েছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বাচনের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।

বৈঠক নিয়ে উভয় পক্ষ সন্তুষ্ট কী-না প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, " নিশ্চয়ই সন্তুষ্ট"। তিনি বলেন, ‘সন্তুষ্ট না হলেতো যৌথ ঘোষণা আসার কথা নয়।’

আজ শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আগামীকাল
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অগ্নিকাণ্ডের পর পুনরায় খুলে দেওয়া হল স্পেনের ঐতিহাসিক মসজিদ ক্যাথেড্রাল
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্র্যাইব্যুনাল
ভয়াবহ ধসের পর চিলির তামার খনি পুনরায় কার্যক্রম শুরু করবে
লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বিস্ফোরণে ৬ সৈন্য নিহত
বাগেরহাটে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
গাজায় যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক 
কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
১০