এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৬:০৭ আপডেট: : ১৫ জুন ২০২৫, ১৬:৪৯
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল। 

তিনি বলেন, আপনারাও (সাংবাদিকরা) লিখেছেন এবার ঈদুল আজহা উদযাপনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরেছে ও স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে। এখন ঢাকাসহ বিভিন্ন শহরে সবাই নিরাপদে ফিরছে এবং যার যার কর্মস্থলে যোগদান করছেন।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি। ইন্ডিয়ার হাইকমিশনার আমাদের অফিসে এসেছিলেন। তার সঙ্গেও আমাদের কথা হয়েছে। ভারতে যদি কোনো বাংলাদেশি থেকে থাকে, যথাযথ প্রক্রিয়ায় তাদের পাঠালে গ্রহণ করা হবে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে।

নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের ডেট (তারিখ) তো ফিক্সড করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখনই ডেট ফিক্সড করবে বা যখনই নির্বাচন হোক, তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, দেশের মানুষ মানবিক পুলিশ দেখতে চায়। তারা আগের চেয়ে এখন অনেক বেশি সক্রিয় রয়েছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শনিবার উত্তরায় টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অগ্নিকাণ্ডের পর পুনরায় খুলে দেওয়া হল স্পেনের ঐতিহাসিক মসজিদ ক্যাথেড্রাল
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্র্যাইব্যুনাল
ভয়াবহ ধসের পর চিলির তামার খনি পুনরায় কার্যক্রম শুরু করবে
লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বিস্ফোরণে ৬ সৈন্য নিহত
বাগেরহাটে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
গাজায় যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক 
কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
টঙ্গীতে মাথাবিহীন লাশ উদ্ধার: হত্যাকারীসহ ৩ জন গ্রেফতার
১০