জ্বালানির দাম এখনই বাড়ছে না : অর্থ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৬:২২
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : ইরান-ইসরাইল যুদ্ধ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার এখনই জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা বেড়েছে। তবে আমাদের অর্ডার করা চালানে এখনো কোনো প্রভাব পড়েনি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিছুটা চাপ আসতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, হরমুজ প্রণালী ঘিরে তেল সরবরাহে বিঘ্ন বা দামের ঝুঁকি থাকলেও সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাস বা এলএনজির দাম বাড়লে আমরা সেটা বিবেচনায় নেব। আজ যে এলএনজি আমদানি অনুমোদন দেওয়া হয়েছে, তা আগের দরে হয়েছে। আমরা এখনো সৌভাগ্যক্রমে আগের দামেই তা পাচ্ছি।

এই সংঘাত বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, না, আপাতত বাণিজ্যের ওপর প্রভাব পড়বে না।

জ্বালানির বিকল্প ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে। যুদ্ধের প্রভাব শুধু জ্বালানির ওপর নয়, সার ও জাহাজ চলাচলের ওপরও পড়তে পারে। কারণ জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। সেক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আমি মনে করি, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।

বিশ্বজুড়ে অনেক দেশে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এখনই বিষয়টি নিয়ে ভাবছি না। আমরা আরও অপেক্ষা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
নোয়াখালীতে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত
গাজা গণহত্যার অভিযোগ : কাঠগড়ায় ইসরাইল
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
পরিবারে পুরুষের সঙ্গে নারী জেলেদেরও কার্ড থাকতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 
ঝালকাঠিতে ক্যাপ্টেন প্ল্যানেটের উদ্যোগে চারা বিতরণ
৭ দিনব্যাপী যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল চলছে 
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো হাসপাতালে ভর্তি
পাঠ্য বইয়ের শিক্ষা নয়, নৈতিক শিক্ষার দিকেও মনোযোগ দিতে হবে : চসিক মেয়র
সাজেকে সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত
১০