‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন অধ্যাপক ইউনূস

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ১৫ জুলাই ২০২৫, ১৭:০১

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : রাষ্ট্রীয় সংস্কারে ভূমিকা রাখায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে 'জাতীয় সংস্কারক' ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গতকাল সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছেন।

এর প্রেক্ষিতে সরকার আজ এক বিবৃতিতে জানিয়েছে, অধ্যাপক ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাঁকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে 'জাতীয় সংস্কারক' ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট থেকে যে রুল জারি করা হয়েছে, সেটি সরকারের নজরে এসেছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে এই রুলের জবাব দেবে।

বিবৃতিতে বলা হয়, সরকার স্পষ্ট করতে চায় যে, অধ্যাপক ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাঁকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না। আবেদনকারী নিজ উদ্যোগে এই রিটটি দায়ের করেছেন বলে মনে হয় এবং কীসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে-তা পরিষ্কার নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে বিবৃতিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা কাল শুরু
ই-সফট এরিনা চেস ক্লাব ও অগ্রনী ব্যাংক যুগ্মভাবে শীর্ষে
শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়া চিকিৎসক নিয়োগের অভিযোগে দুদকের অভিযান
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
পুমার সাথে ১ বিলিয়ন পাউন্ডের চুক্তি করলো ম্যান সিটি
এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদরদপ্তর পরিদর্শন
দা হান্ড্রেডে দল পেলেন অভিজ্ঞ এন্ডারসন
নিষিদ্ধ সংগঠনের কারও সঙ্গে আঁতাতের গন্ধ পেলে ছাড় দেয়া হবে না: ডিআইজি ঢাকা রেঞ্জ
উচ্চতর গ্রেড বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক
১০