নির্বাচনের আগে ‘এআই হুমকি’ বিষয়ে সিইসির সতর্কতা

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৫:৪৫ আপডেট: : ২৬ জুলাই ২০২৫, ১৭:৪৮
সিইসি এ এম এম নাসির উদ্দিন শনিবার খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: বাসস

খুলনা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক হুমকি সম্পর্কে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এসব ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সিইসি নাসির উদ্দিন আরো বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন যেকোন এআইভিত্তিক হুমকির বিষয়ে কমিশন সতর্ক রয়েছে।

খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন। ভোটারদের আস্থা পুনরুদ্ধার করে তাদের ভোটকেন্দ্রে ফেরানোই ইসির অন্যতম বড় চ্যালেঞ্জ বলেও দাবি করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি।

এম নাসির উদ্দিন আশা প্রকাশ করেন যে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে অপরাধবিরোধী অভিযান পরিচালনা করবে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনবে।

তিনি আরো বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপস্থাপনের জন্য কাজ করছি।

সিইসি বলেন, আমাদের কার্যক্রম প্রকাশ্য দিবালোকে পরিচালিত হবে; অন্ধকারে কিছুই করা যাবে না। যদি আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ আমাদেরই প্রশ্ন করবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঊর্ধ্বতন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় যোগ দেন সিইসি নাসির উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
১০