রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ২৯ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৩:২১

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস):   ‎বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।

পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন।

মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচি
১০২ বছর বয়সে মাউন্ট ফুজিতে আরোহণের রেকর্ড
নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ 
গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় চীন ‘মর্মাহত’
রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ 
কক্সবাজারে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প
মানিকগঞ্জে মাদকসহ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার
টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
রাজবাড়ীতে উপকারভোগীদের মধ্যে ভিডব্লিউবি কার্ড বিতরণ 
১০